১৭ (agnishikha eso eso)

     অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।

                   দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো ॥

আনো শক্তি, আনো দীপ্তি,   আনো শান্তি, আনো তৃপ্তি,

     আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো ॥

              এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী--

              শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি।

     দুঃখরাতে মাতৃবেশে    জেগে থাকো নির্নিমেষে

              আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ বৈশাখ, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ এপ্রিল, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Notation

  •  
  •  
  •  
  •  
  •