১ (duiti hridaye ekti)

দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ।

কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত॥

প্রাণেশ, তোমার প্রেম অনন্ত   জাগাক হৃদয়ে চিরবসন্ত,

যুগল প্রাণের মধুর মিলনে করো হে করুণনয়নপাত॥

সংসারপথ দীর্ঘ দারুণ,   বাহিরিবে দুটি পান্থ তরুণ,

আজিকে তোমার প্রসাদ-অরুণ   করুক প্রকাশ নব প্রভাত।

তব মঙ্গল, তব মহত্ত্ব,   তোমারি মাধুরী, তোমারি সত্য--

দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত॥

রাগ: সাহানা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1304

রচনাকাল (খৃষ্টাব্দ): 1898

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.