১৩ (ohe nabin atithi)

ওহে    নবীন অতিথি, তুমি   নূতন কি তুমি চিরন্তন।

          যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন॥

          যতনে কত-কী আনি   বেঁধেছিনু গৃহখানি,

          হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ॥

     কত আশা ভালোবাসা গভীর হৃদয়তলে

     ঢেকে রেখেছিনু বুকে কত হাসি-অশ্রুজলে।

          একটি না কহি বাণী   তুমি এলে মহারানী,

          কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.