১৫ (aloker pothe prabhu)

                আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে–

                আলোক-পিয়াসী যারা আছে আঁখি তুলে,

                প্রদোষের ছায়াতলে হারায়েছে দিশা,

                সমুখে আসিছে ঘিরে নিরাশার নিশা । 

                নিখিল ভুবনে তব যারা আত্মহারা 

                আঁধারের আবরণে খোঁজে ধ্রুবতারা,

                তাহাদের দৃষ্টি আনো রূপের জগতে–

                           আলোকের পথে ।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ অগ্রহায়ণ, ১৩৪৭

রচনাকাল (খৃষ্টাব্দ): ২ ডিসেম্বর, ১৯৪০

রচনাস্থান: কলকাতা

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.