১২ (ihader karo ashirbad)
ইহাদের করো আশীর্বাদ ।
ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ ।
এই হাসিমুখগুলি হাসি পাছে যায় ভুলি,
পাছে ঘেরে আঁধার প্রমাদ,
ইহাদের কাছে ডেকে বুকে রেখে, কোলে রেখে,
তোমরা করো গো আশীর্বাদ ।
বলো, ‘সুখে যাও চলে ভবের তরঙ্গ দ’লে
স্বর্গ হতে আসুক বাতাস–
সুখ দুঃখ কোরো হেলা, সে কেবল ঢেউখেলা
নাচিবে তোদের চারিপাশ ।’
রাগ: ঝিঁঝিট
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886