১০ (premer milondine)

        প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি  অন্তর্যামী 

                   নমি তাঁরে আমি– নমি নমি ।

        বিপদে সম্পদে সুখে দুখে সাথি  যিনি দিনরাতি  অন্তর্যামী

                   নমি তাঁরে আমি– নমি নমি ।

              তিমিররাত্রে যাঁর দৃষ্টি তারায় তারায়,

                   যাঁর দৃষ্টি জীবনের মরণের সীমা পারায়,

       যাঁর দৃষ্টি দীপ্ত সূর্য-আলোকে  অগ্নিশিখায়, জীব-আত্মায়  অন্তর্যামী

                   নমি তাঁরে আমি– নমি নমি ।

        জীবনের সব কর্ম  সংসারধর্ম  করো নিবেদন তাঁর চরণে । 

              যিনি নিখিলের সাক্ষী,  অন্তর্যামী 

                   নমি তাঁরে আমি– নমি নমি ।।

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ পৌষ, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ ডিসেম্বর, ১৯৩৯

রচনাস্থান: উত্তরায়ণ, শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.