১৩ (samukhe shani parabar)

                      সমুখে শান্তিপারাবার–

                    ভাসাও তরণী হে কর্ণধার । 

            তুমি হবে চিরসাথি,  লও লও হে ক্রোড় পাতি–

              অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারকার ।। 

                    মুক্তিদাতা, তোমার ক্ষমা তোমার দয়া

                       হবে চিরপাথেয় চিরযাত্রার । 

            হয় যেন মর্তের বন্ধনক্ষয়,  বিরাট বিশ্ব বাহু মেলি লয়–

              পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা-অজানার।।

রাগ: মিশ্র পূরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ অগ্রহায়ণ, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ ডিসেম্বর, ১৯৩৯

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.