৮ (tahar asim mangal lok hote)
তাঁহার অসীম মঙ্গললোক হতে
তোমাদের এই হৃদয়বনচ্ছায়ে
অনন্তেরই পরশরসের স্রোতে
দিয়েছে আজ বসন্ত জাগায়ে ।
তাই সুধাময় মিলনকুসুমখানি
উঠল ফুটে কখন নাহি জানি–
এই কুসুমের পূজার অর্ঘ্যখানি
প্রণাম করো দুইজনে তাঁর পায়ে ।
সকল বাধা যাক তোমাদের ঘুচে,
নামুক তাঁহার আশীর্বাদের ধারা ।
মলিন ধুলার চিহ্ন সে দিক মুছে,
শান্তিপবন বহুক বন্ধহারা ।
নিত্যনবীন প্রেমের মাধুরীতে
কল্যাণফল ফলুক দোঁহার চিতে,
সুখ তোমাদের নিত্য রহুক দিতে
নিখিলজনের আনন্দ বাড়ায়ে ।।
রাগ: সাহানা
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ বৈশাখ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মে, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন