- সহে না, সহে না, কাঁদে পরান
- এনেছি মোরা, এনেছি মোরা
- আজকে তবে মিলে সবে
- এক ডোরে বাঁধা আছি
- এখন করবো কী বল্
- শোন তোরা তবে শোন
- তবে আয় সবে আয়
- কালী কালী বলো রে আজ
- ওই মেঘ করে বুঝি গগনে
- এ কী এ ঘোর বন
- পথ ভুলেছিস সত্যি বটে
- মরি, ও কাহার বাছা
- রাঙাপদপদ্মযুগে প্রণমি গো ভবদারা
- দেখো হে ঠাকুর, বলি এনেছি মোরা
- নিয়ে আয় কৃপাণ
- কী দোষে বাঁধিলে আমায়
- এ কেমন হল মন আমার
- আরে, কী এত ভাবনা
- শোন তোরা শোন এ আদেশ
- ব্যাকুল হয়ে বনে বনে
- ছাড়ব না ভাই
- রাজা মহারাজা কে জানে
- আছে তোমার বিদ্যেসাধ্যি জানা
- আঃ কাজ কী গোলমালে
- হায়, কী দশা হল আমার
- এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী
- অহো! আস্পর্ধা একি তোদের
- আয় মা, আমার সাথে
- রিম ঝিম ঘন ঘন রে
- কোথায় জুড়াতে আছে ঠাঁই
- কেন রাজা, ডাকিস কেন
- এই বেলা সবে মিলে
- গহনে গহনে যে রে তোরা
- চল্ চল্ ভাই, ত্বরা করে মোরা
- কে এল আজি এ ঘোর নিশীথে
- প্রাণ নিয়ে তো সটকেছি রে
- বলব কী আর বলব খুড়ো
- সর্দারমশায়, দেরি না সয়
- রাখ্ রাখ্, ফেল ধনু
- আর না, আর না
- জীবনের কিছু হল না হায়
- দেখ্ দেখ্, দুটো পাখি
- থাম থাম, কী করিবি
- কী বলিনু আমি
- এ কী এ, এ কী এ, স্থির চপলা
- নমি, নমি, ভারতী
- শ্যামা, এবার ছেড়ে চলেছি মা
- কোথা লুকাইলে
- কেন গো আপন-মনে
- কোথায় সে উষাময়ী প্রতিমা
- বাণী বীণাপাণি, করুণাময়ী
- এই যে হেরি গো দেবী আমারি