২৪ (ah kaj ki golmale)
আঃ কাজ কী গোলমালে,
না হয় রাজাই সাজালে।
মরবার বেলায় মরবে ওটাই,থাকব ফাঁকতালে।
রাম রাম হরি হরি,ওরা থাকতে আমি মরি!
তেমন তেমন দেখলে বাবা ঢুকব আড়ালে।
ওরে চল্ তবে শিগ্গিরি,
আনি পূজোর সামিগ্গিরি।
কথায় কথায় রাত পোহাল,এমনি কাজের ছিরি।
রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: প্রতিভা দেবী