অহো আস্পর্ধা এ কী তোদের নরাধম!
তোদের কারেও চাহি নে আর আর না রে--
দূর দূর দূর,আমারে আর ছুঁস নে।
এ-সব কাজ আর না,এ পাপ আর না,
আর না আর না, ত্রাহি,সব ছাড়িনু!
রাগ: বেহাগ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: প্রতিভা দেবী