১৮ (are ki ato bhabna)

       আরে , কী এত ভাবনা কিছু তো বুঝি না।

       সময় বহে যায় যে।

       কখন্‌ এনেছি মোরা , এখনো তো হল না।

       এ কেমন রীতি তব বাহ্‌ রে।

       না না হবে না , এ বলি হবে না–

         অন্য বলির তরে যা রে যা।

       অন্য বলি এ রাতে কোথা মোরা পাব !

       এ কেমন কথা কও , বাহ্‌ রে।।

রাগ: পরজ-বসন্ত

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.