৩৭ (balbo ki ar bolbo khuro)
বলব কী আর বলব খুড়ো-- উঁ উঁ।
আমার যা হয়েছে বলি কার কাছে--
একটা বুড়ো ছাগল তেড়ে এসে মেরেছে ঢুঁ।
তখন যে ভারি ছিল জারিজুরি,
এখন কেন করছ বাপু উঁ উঁ উঁ--
কোন্খানে লেগেছে বাবা,দিই একটু ফুঁ।
রাগ: যোগিয়া
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: প্রতিভা দেবী