৫১ (bani binapani karunamayi)

বাণী বীণাপাণি,করুণাময়ী!

অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে,

দরশ দিয়ে লুকালে কোথা দেবী অয়ি।

     স্বপন সম মিলাবে যদি কেন গো দিলে চেতনা,

  চকিতে শুধু দেখা দিয়ে চির মরম-বেদনা,

        তোমারে চাহি ফিরিছে, হেরো কাননে কাননে ওই।

রাগ: খট

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.