২১ (chharbo na bhai)
ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই ,
এমন শিকার ছাড়ব না।
হাতের কাছে অম্নি এল,অম্নি যাবে!
অম্নি যেতে দেবে কে রে।
রাজাটা খেপেছে রে,তার কথা আর মানব না।
আজ রাতে ধুম হবে ভারি,
নিয়ে আয় কারণ বারি,
জ্বেলে দে মশালগুলো,মনের মতন পুজো দেব--
নেচে নেচে ঘুরে ঘুরে-- রাজাটা খেপেছে রে,
তার কথা আার মানব না।
রাগ: কাফি
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর