১৪ (dekho he thakur boli enechhi)
দেখো হে ঠাকুর , বলি এনেছি মোরা।
বড়ো সরেস পেয়েছি বলি সরেস–
এমন সরেস মছলি , রাজা , জালে না পড়ে ধরা।
দেরি কেন ঠাকুর , সেরে ফেলো ত্বরা।।
রাগ: কাফি
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর