১৭ (e keman halo mon amar)
এ কেমন হল মন আমার !
কী ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে।
পাষাণহৃদয় গলিল কেন রে !
কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে !
কী মায়া এ জানে গো ,
পাষাণের বাঁধ এ যে টুটিল ,
সব ভেসে গেল গো , সব ভেসে গেল গো–
মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে।।
রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর