৩২ (ei bela sabe mile)
এই বেলা সবে মিলে চল হো,চল হো
ছুটে আয়,শিকারে কে রে যাবি আয়,
এমন রজনী বহে যায় যে!
ধনুর্বাণ লয়ে হাতে,আয় আয় আয় আয়।
বাজা শিঙ্গা ঘন ঘন,শব্দে কাঁপিবে বন,
আকাশ ফেটে যাবে,চমকিবে পশু পাখি সবে,
ছুটে যাবে কাননে কাননে,চারি দিকে ঘিরে
যাব পিছে পিছে, হো হো হো হো!
রাগ: ইমন-ভূপালী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী