৪ (ek dore badha achhi)
এক ডোরে বাঁধা আছি মোরা সকলে।
না মানি বারণ,না মানি শাসন,না মানি কাহারে।
কে বা রাজা, কার রাজ্য, মোরা কী জানি?
প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী!
রাজা প্রজা,উঁচু নিচু, কিছু না গনি!
ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়,
মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয়!
রাগ: ঝিঁঝিট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর