৫ (ekhon karbo ki bol)
এখন করব কী বল্।
হো রাজা, হাজির রয়েছে দল।
বল্ রাজা,করব কী বল্,এখন করব কী বল্।
পেলে মুখেরি কথা,আনি যমেরি মাথা।
করে দিই রসাতল!
করে দিই রসাতল!
হো রাজা, হাজির রয়েছে দল,
বল্ রাজা,করব কী বল্, এখন করব কী বল্।
রাগ: পিলু-বারোয়াঁ
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর