৩৩ (gahane gahane je re tora)
গহনে গহনে যা রে তোরা,নিশি বহে যায় যে।
তন্ন তন্ন করি অরণ্য,করী বরাহ খোঁজ গে,
এই বেলা যা রে।
নিশাচর পশু সবে,এখনি বাহির হবে,
ধনুর্বাণ নে রে হাতে, চল্ ত্বরা চল্।
জ্বালায়ে মশাল-আলো,এই বেলা আয় রে।
রাগ: বাহার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী