৮ (kali kali balo re aj)
কালী কালী কালী বলো রে আজ
বলো হো,হো হো,বলো হো,হো হো,বলো হো!
নামের জোরে সাধিব কাজ,
বলো হো,হো,বলো হো, বলো হো!
ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে,
ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে,
ওই লট্ট পট্ট কেশ,অট্ট অট্ট হাসে রে;
হাহা হাহাহা হাহাহা!
আরে বল্ রে শ্যামা মায়ের জয়,জয় জয়,
জয় জয়,জয় জয়,জয় জয়,জয় জয়,
আরে বল্ রে শ্যামা মায়ের জয়,জয় জয়,
আরে বল্ রে শ্যামা মায়ের জয়!
রাগ: বিলাতি ভাঙা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর