৩৫ (ke elo aji e ghor nishithe)

কে এল আজি এ ঘোর নিশীথে,

সাধের কাননে শান্তি নাশিতে।

মত্ত করী যত পদ্মবন দলে

বিমল সরোবর মন্থিয়া,

ঘুমন্ত বিহগে কেন বধে রে

সঘনে খর শর সন্ধিয়া।

তরাসে চমকিয়ে হরিণ-হরিণী

স্খলিত চরণে ছুটিছে।

স্খলিত চরণে ছুটিছে কাননে,

করুণ নয়নে চাহিছে--

আকুল সরসী, সারস-সারসী

শর-বনে পশি কাঁদিছে।

তিমির দিগ্‌ ভরি ঘোর যামিনী

বিপদ ঘন ছায়া ছাইয়া--

তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া।

রাগ: দেশ-মল্লার

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.