৩১ (kena raja dakis keno)
কেন রাজা ডাকিস কেন,এসেছি সবে।
বুঝি আবার শ্যামা মায়ের পুজো হবে।
শিকারে হবে যেতে,আয় রে সাথে।
ওরে,রাজা কী বলছে শোন্।
শিকারে চল তবে।
সবারে আন্ ডেকে যত দলবল সবে।
রাগ: দেশ
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর