৩০ (kothay jurate achhe thai)

কোথায় জুড়াতে আছে ঠাঁই--

কেন প্রাণ কেন কাঁদে রে।

           যাই দেখি শিকারেতে, রহিব আমোদে মেতে,

ভুলি সব জ্বালা, বনে বনে ছুটিয়ে--

কেন প্রাণ কেন কাঁদে রে।

আপনা ভুলিতে চাই, ভুলিব কেমনে,

কেমনে যাবে বেদনা।

দলবল লয়ে মাতিব।

              কেন প্রাণ কেন কাঁদে রে।

রাগ: বেহাগ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.