৫০ (kothay se ushamayi pratima)
কোথায় সে উষাময়ী প্রতিমা।
তুমি তো নহ সে দেবী, কমলাসনা,
ক'রো না আমারে ছলনা।
কী এনেছ ধন মান, তাহা যে চাহে না প্রাণ।
দেবী গো,চাহি না চাহি না,মণিময় ধূলিরাশি চাহি না,
তাহা লয়ে সুখী যারা হয় হোক,হয় হোক--
আমি,দেবী,সে সুখ চাহি না।
যাও লক্ষ্মী অলকায়,যাও লক্ষ্মী অমরায়,
এ বনে এসো না এসো না,
এসো না এ দীনজন-কুটিরে।
যে বীণা শুনেছি কানে,মন প্রাণ আছে ভোর,
আর কিছু চাহি না চাহি না।
রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর