১২ (mori o kahar bachha)
মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়।
আহা ঐ করুণ চোখে ও কাহার পানে চায়।
বাঁধা কঠিন পাশে, অঙ্গ কাঁপে ত্রাসে,
আঁখি জলে ভাসে, এ কী দশা হায়।
এ বনে কে আছে, যাব কার কাছে,
কে ওরে বাঁচায়।
রাগ: বিলাতি ভাঙা
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর