৪৬ (nami nami bharati)
নমি নমি ভারতী, তব কমল চরণে
পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।
পূর্ণ হল বাসনা,দেবী কমলাসনা,
ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।
কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে,
হৃদয়-কমলে চরণ-কমল করো দান।
তব কমল-পরিমলে রাখো হৃদি ভরিয়ে,
চিরদিবস করিব তব চরণ-সুধা পান।
রাগ: প্রভাতী-গুজরাটি
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর