১৫ (niye ay kripan)

       নিয়ে আয় কৃপাণ। রয়েছে তৃষিতা শ্যামা মা ,

         শোণিত পিয়াও– যা ত্বরায়।

         লোল জিহ্বা লকলকে , তড়িত খেলে চোখে ,

         করিয়ে খণ্ড দিক দিগন্ত ঘোর দন্ত ভায়।।

রাগ: আড়ানা

তাল: কাহারবা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

No Videos to show

Please Login first to submit a rendition. Click here for help.

Notation

  •  
  •  
  •  
  •  
  •