৯ (oi megh kare bujhi gagane)

             ওই মেঘ করে বুঝি গগনে।

  আঁধার ছাইল, রজনী আইল,

                 ঘরে ফিরে যাব কেমনে!

          চরণ অবশ হায়, শ্রান্ত ক্লান্ত কায়

                সারা দিবস বন ভ্রমণে।

                 ঘরে ফিরে যব কেমনে!

রাগ: দেশ-মল্লার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.