১১ (poth bhulechhis satyi bote)
পথ ভুলেছিস সত্যি বটে? সিধে রাস্তা দেখতে চাস?
এমন জায়গায় পাঠিয়ে দেব, সুখে থাকবি বারো মাস।
হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ!
কেমন হে ভাই!
কেমন সে ঠাঁই?
মন্দ নহে বড়ো,
এক দিন না এক দিন সবাই সেথায় হব জড়ো।
হাঃ হাঃ হাঃ!
আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিই গে তবে,
আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে।
হাঃ হাঃ হাঃ!
রাগ: যোগিয়া
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর