৩৬ (pran niye to sotkechhi)
প্রাণ নিয়ে ত সট্কেছি রে করবি এখন কী।
ওরে বরা করবি এখন কী।
বাবা রে,আমি চুপ করে এই কচুবনে লুকিয়ে থাকি।
এই মরদের মুরদখানা,দেখেও কি রে ভড়কালি না,
বাহবা শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি।
রাগ: দেশ-মল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী