২২ (raja maharaja ke jane)
রাজা মহারাজা কে জানে,আমিই রাজাধিরাজ।
তুমি উজীর,কোতোয়াল তুমি,
ওই ছোঁড়াগুলো বরকন্দাজ।
যত সব কুঁড়ে আছে ঠাঁই জুড়ে
কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে।
পা ধোবার জল নিয়ে আয় ঝট্,
কর্ তোরা সব যে যার কাজ।
রাগ: আড়ানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: প্রতিভা দেবী, ইন্দিরা দেবী