১৩ (rangapado padmajuge pranami)

       রাঙাপদপদ্মযুগে প্রণমি গো ভবদারা !

         আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা।

         সুরনর থরহর– ব্রহ্মাণ্ডবিপ্লব করো ,

         রণরঙ্গে মাতো , মা গো , ঘোরা উন্মাদিনী - পারা।

         ঝলসিয়ে দিশি দিশি ঘুরাও তরিত - অসি ,

         ছুটাও শোণিতস্রোত , ভাসাও বিপুল ধরা।

         উরো কালী কপালিনী , মহাকালসীমন্তিনী ,

         লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা।।

রাগ: বাগেশ্রী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.