৪৭ (shyama ebar chhere cholechhi ma)

             শ্যামা, এবার ছেড়ে চলেছি মা!

             পাষাণের মেয়ে পাষাণী তুই, না বুঝে মা বলেছি মা!

             এত দিন কী ছল করে তুই পাষাণ করে রেখেছিলি -

             আজ আপন মায়ের দেখা পেয়ে নয়ন-জলে গলেছি মা!

             কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন -

             আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা!

             মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা।।

রাগ: রামপ্রসাদী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.