৪৩ (tham tham ki koribi)

            থাম্‌ থাম্‌,কী করিবি বধি পাখিটির প্রাণ।

                 দুটিতে রয়েছে সুখে,মনের উল্লাসে গাহিতেছে গান।

         রাখো মিছে ও-সব কথা,

                 কাছে মোদের এস নাকো হেথা,

                 চাই নে ও-সব শাস্তর কথা, সময় বহে যায় যে।

            শোনো শোনো মিছে রোষ ক'রো না।

                থামো থামো ঠাকুর, এই ছাড়ি বাণ।

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.