৭ (tobe ay sobe ay)
তবে আয় সবে আয়,তবে আয় সবে আয়,
তবে ঢাল্ সুরা,ঢাল্ সুরা,ঢাল্ ঢাল্ ঢাল্!
দয়া মায়া কোন্ ছার,ছারখার হোক!
কে বা কাঁদে কার তরে,হাঃ হাঃ হাঃ!
তবে আন্ তলোয়ার, আন্ আন্ তলোয়ার,
তবে আন্ বরশা,আন্ আন্ দেখি ঢাল!
রাগ: বিলাতি ভাঙা
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর