৯ (sotimir rajani sachakito sajani)

সতিমির রজনী, সচকিত সজনী

     শূন্য নিকুঞ্জ অরণ্য।

কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে

     বালা বিরহবিষণ্ণ!

নীল আকাশে, তারক ভাসে,

যমুনা গাওত গান,

পাদপ মরমর, নির্ঝর ঝরঝর

কুসুমিত বল্লিবিতান।

তৃষিত নয়ানে, বন-পথ পানে

নিরখে ব্যাকুল বালা,

দেখ না পাওয়ে, আঁখ ফিরাওয়ে

গাঁথে বনফুলমালা।

সহসা রাধা চাহল সচকিত

দূরে খেপল মালা,

কহল-সজনি শুন, বাঁশরি বাজে

কুঞ্জে আওল কালা।

চকিত গহন নিশি, দূর দূর দিশি

বাজত বাঁশি সুতানে।

কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা

কল কল কল্লোলগানে।

ভণে ভানু, অব শুন গো কানু

পিয়াসিত গোপিনী প্রাণ।

তোঁহার পীরিত বিমল অমৃতরস

হরষে করবে পান।

রাগ: দেশ-কীর্তন

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1284

রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.