৯৩ (adhak ghume nayan chume)

আধেক ঘুমে   নয়ন চুমে   স্বপন দিয়ে যায়।

শ্রান্ত ভালে   যূথীর মালে   পরশে মৃদু বায়॥

বনের ছায়া মনের সাথি,   বাসনা নাহি কিছু--

পথের ধারে আসন পাতি,   না চাহি ফিরে পিছু--

বেণুর পাতা   মিশায় গাথা   নীরব ভাবনায়॥

মেঘের খেলা গগনতটে   অলস লিপি-লিখা,

সুদূর কোন্‌ স্ময়ণপটে   জাগিল মরীচিকা।

চৈত্রদিনে তপ্ত বেলা   তৃণ-আঁচল পেতে

শূন্যতলে গন্ধ-ভেলা   ভাসায় বাতাসেতে--

কপোত ডাকে   মধুকশাখে   বিজন বেদনায়॥

রাগ: মিশ্র সোহিনী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.