৯২ (akash tomay kon rupe)

আকাশ, তোমায় কোন্‌ রূপে মন চিনতে পারে

     তাই ভাবি যে বারে বারে॥

গহন রাতের চন্দ্র তোমার মোহন ফাঁদে

     স্বপন দিয়ে মনকে বাঁধে,

প্রভাতসূর্য শুভ্র জ্যোতির তরবারে

     ছিন্ন করি ফেলে তারে॥

বসন্তবায় পরান ভুলায় চুপে চুপে,

     বৈশাখী ঝড় গর্জি উঠে রূদ্ররূপে।

শ্রাবণমেঘের নিবিড় সজল কাজল ছায়া

     দিগ্‌দিগন্তে ঘনায় মায়া--

আশ্বিনে এই অমল আলোর কিরণধারে

     যায় নিয়ে কোন্‌ মুক্তিপারে॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান: মিউনিক

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.