১০৪ (akashe tor temni)
আকাশে তোর তেমনি আছে ছুটি,
অলস যেন না রয় ডানা দুটি॥
ওরে পাখি, ঘন বনের তলে
বাসা তোরে ভুলিয়ে রাখে ছলে,
রাত্রি তোরে মিথ্যে করে বলে--
শিথিল কভু হবে না তার মুঠি॥
জানিস নে কি কিসের আশা চেয়ে
ঘুমের ঘোরে উঠিস গেয়ে গেয়ে।
জানিস নে কি ভোরের আঁধার-মাঝে
আলোর আশা গভীর সুরে বাজে,
আলোর আশা গোপন রহে না যে--
রুদ্ধ কুঁড়ির বাঁধন ফেলে টুটি॥
রাগ: মিশ্র রামকেলি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ কার্তিক, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ অক্টোবর, ১৯২৬
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর