৪৬ (alo amar alo ogo)

আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা।

আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥

        নাচে আলো নাচে, ও ভাই,    আমার প্রাণের কাছে--

        বাজে আলো বাজে, ও ভাই    হৃদয়বীণার মাঝে--

        জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥

আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।

আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।

        মেঘে মেঘে সোনা, ও ভাই,    যায় না মানিক গোনা--

        পাতায় পাতায় হাসি, ও ভাই,    পুলক রাশি রাশি--

        সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥

রাগ: ইমন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.