৬৪ (amake je badhbe dhare)

আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন,

            সে কি  অমনি হবে।

আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন,

            সে কি  অমনি হবে॥

আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বশে,

            সে কি  অমনি হবে।

তার আগে তার পাষাণ হিয়া গলবে করুণ রসে,

            সে কি  অমনি হবে।

আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন,

            সে কি  অমনি হবে॥

রাগ: শঙ্করা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.