১৭ (amar andhoprodip shunyo pane)

আমার   অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে,

সে যে   লজ্জা জানায় ব্যর্থ রাতের তারার কাছে॥

          ললাটে তার পড়ুক লিখা

          তোমার লিখন ওগো শিখা--

              বিজয়টিকা দাও গো এঁকে এই সে যাচে॥

হায়     কাহার পথে বাহির হলে বিরহিণী!

তোমার     আলোক-ঋণে করো তুমি আমায় ঋণী।

     তোমার রাতে আমার রাতে

     এক আলোকের সূত্রে গাঁথে

          এমন ভাগ্য হায় গো আমার হারায় পাছে॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1342

রচনাকাল (খৃষ্টাব্দ): 1935

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.