আমি একলা চলেছি এ ভবে,
আমায় পথের সন্ধান কে কবে।
ভয় নেই, ভয় নেই--
যাও আপন মনেই
যেমন একলা মধুপ ধেয়ে যায়
কেবল ফুলের সৌরভে॥
রাগ: মিশ্র দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1297
রচনাকাল (খৃষ্টাব্দ): 1890