রাগ: ইমন-পূরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ চৈত্র, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ এপ্রিল, ১৯১৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৫৯ (emni korei jay jadi)

          এমনি ক'রেই যায় যদি দিন যাক না।

মন উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না ॥

          আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,

                   দেহের     বাঁধ টুটেছে--

মাথার 'পরে খুলে গেছে   আকাশের ওই সুনীল ঢাক্‌না ॥

          ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,

                   সে যেন রে কাহার বাণী।

          কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা।

                   সে কোন্‌   সুরে সাধা--

বিশ্ব বলে মনের কথা,   কাজ প'ড়ে আজ থাকে থাক্‌-না॥।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.