৯ (eso go nutan)

              এসো গো নূতন জীবন।

এসো গো কঠোর নিঠুর নীরব,   এসো গো ভীষণ শোভন॥

     এসো অপ্রিয় বিরস তিক্ত,   এসো গো অশ্রুসলিলসিক্ত,

     এসো গো ভূষণবিহীন রিক্ত,   এসো গো চিত্তপাবন॥

থাক্‌ বীণাবেণু, মালতীমালিকা   পূর্ণিমানিশি, মায়াকুহেলিকা--

     এসো গো প্রখর হোমানলশিখা   হৃদয়শোণিতপ্রাশন।

     এসো গো পরমদুঃখনিলয়,   আশা-অঙ্কুর করহ বিলয়--

     এসো সংগ্রাম, এসো মহাজয়,   এসো গো মরণসাধন॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: শিলাইদহ

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.