৫২ (gagane gagane dhay)

গগনে গগনে ধায় হাঁকি

বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী,

স্পর্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে॥

শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি,

অলখ পথের ছন্দ উড়ায় মুক্তবেগের পাখাতে॥

অন্তরতল মন্থন করে ছন্দে

সাদা কালোর দ্বন্দ্বে,

কভু ভালো কভু মন্দে,

কভু সোজা কভু বাঁকাতে।

ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে,

মুক্তিরণের যোদ্‌ধৃবীরের ভ্রুভঙ্গে,

ছন্দ ছুটিল প্রলয়পথের রুদ্ররথের চাকাতে॥

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.