২৭ (gopan prane ekla manush)

          গোপন প্রাণে একলা মানুষ যে

তারে   কাজের পাকে জড়িয়ে রাখিস নে॥

তার    একলা ঘরের ধেয়ান হতে   উঠুক-না গান নানা স্রোতে,

          তার    আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে॥

তোর   প্রাণের মাঝে একলা মানুষ যে

তারে   দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে।

কোন্‌   আরেক একা ওরে খোঁজে,   সেই তো ওরই দরদ বোঝে--

          যেন     পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে॥

রাগ: ভৈরবী

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ জানুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.