২০ (hatet dhula soy na je ar)

              হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ।

তোমার     সুরসুরধুনীর ধারায় করাও আমায় ম্লান॥

              জাগাক তারি মৃদঙ্গরোল,   রক্তে তুলুক তরঙ্গদোল,

              অঙ্গ হতে ফেলুক ধুয়ে সকল অসম্মান--

              সব কোলাহল দিক্‌ ডুবায়ে তাহার কলতান॥

              সুন্দর হে, তোমার ফুলে গেঁথেছিলেম মালা--

              সেই কথা আজ মনে করাও, ভুলাও সকল জ্বালা।

              তোমার গানের পদ্মবনে   আবার ডাকো নিমন্ত্রণে--

              তারি গোপন সুধাকণা আবার করাও পান,

              তারি রেণুর তিলকলেখা আমায় করো দান॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২ চৈত্র, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ মার্চ, ১৯২৩

রচনাস্থান: আহমেদাবাদ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.